আর্কাইভ থেকে বাংলাদেশ

কিউইদের জয়ে কঠিন হলো ভারতের সেমির স্বপ্ন

সেমিফাইনালের রেসে টিকে থাকার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৫২ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের ফলে কঠিনই হয়ে গেলো ভারতের সেমিতে যাওয়ার স্বপ্ন। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান।

এ ম্যাচে জয় পেলে সমীকরণেরই দরকার পড়বে না। ৮ পয়েন্ট পেয়ে সরাসরি সেমিতে জায়গা পাবে নিউজিল্যান্ড। 

শুক্রবার (৫ নভেম্বর) শারজাহর শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

নিউজিল্যান্ডের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান সংগ্রহ করে নামিবিয়া। ২৫ বলে ২৫ রান করা লিংজেনকে বোল্ড করে জুটি ভাঙেন জিমি নিশাম। লিংজেনের বিদায়ের পর দ্রুতই ফিরে বার্ড ও অধিনায়ক ইরাসমাস। দলীয় ৮৬ রানে ভিসেকে ফেরান সাউদি। দলীয় ১০২ রানে সাউদির দ্বিতীয় শিকারে পরিণত হন গ্রিন। রানের খাতা খোলার আগেই ইটনকে গাপটিলের ক্যাচ বানিয়ে ফেরান বোল্ট। দলীয় ১০৫ রানে উইলিয়ামসন বোল্টের শিকার হয়ে পঞ্চম উইকেট হিসেবে ফেরেন। 

নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ও সাউদি প্রত্যেকে ২টি এবং স্যান্টনার, নিশাম ও সোধি প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানে গাপটিলকে হারায় কিউইরা। এরপর ৪৩ রানে মিচেল, ৮১ রানে অধিনায়ক উইলিয়ামসন ও ৮৭ রানে কনওয়েকে হারায় কিউইরা। পঞ্চম উইকেটে নিশাম-ফিলিপসকে সঙ্গে করে ৭৬ রানের জুটি গড়েন। ফিলিপস ২১ বলে ৩ ছয় ও এক চারে ৩৯ রান ও নিশাম ২৩ বলে ২ ছয় ও এক চারে ৩৫ রান করে অপরাজিত থাকেন। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান জিমি নিশাম।

নামিবিয়ার হয়ে স্কটলক, ভিসে ও ইরাসমাস প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন