অনেক রুশ সেনার মৃত্যু হয়েছে অতিরিক্ত মদ্যপানে
ইউক্রেন যুদ্ধে অনেক রুশ সেনাই অতিরিক্ত মদ্যপানে মারা যাচ্ছেন বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সময় রোববার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেয়া তথ্যে মন্ত্রণালয়টির পক্ষ থেকে এমন দাবি করা হয়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর ২ লাখ রুশ সেনার মৃত্যু হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য সেনার মৃত্যু হয়েছে অতিরিক্ত মদ্যপানে।
সম্প্রতি রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলেও রুশ ইউক্রেনে রুশ সেনাদের অপরাধ ও মদ্যপানে তাদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।