রূপগঞ্জে মাঠের পাশে মিললো ৮টি ককটেল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ সংলগ্ন এলাকা থেকে ৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্কিয় করে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেলো শনিবার (১ এপ্রিল) এসব ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- আক্তারুজ্জামান ফারুকী, আবুল বাশার, জয়নাল আবেদীন রাজু ও রিয়াজ আহমেদ।
পুলিশ জানায়, মটেরঘাট এলাকার মুড়াপাড়া কলেজের কাছে কয়েকজন লোক সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে অবস্থান নেয়। তাদের আচরণ বেগতিক দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের আটক করে গনধোলাই দেয়। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ গেলো শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের সামনে সড়কের যাত্রী ছাউনির দক্ষিণ পাশে রাস্তার ধারে ঝোপেঝাড়ে পরে থাকা ৮ টি ককটেল উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্থান্তরর করা হয়েছে।