এবার রমজানে বাজারে পণ্যের সরবরাহ ভালো: বাণিজ্যমন্ত্রী
সংকটের মধ্যেও গেলো ৪ রমজানের তুলনায় এবার বাজারে পণ্যের সরবরাহ ভালো। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে ৩ কোটি মানুষ দরিদ্র। কিন্তু টিসিবির পণ্যরে সুবিধা পাচ্ছে ৫ কোটি মানুষ।
ঢাকায় ১৩ লাখ পরিবার পাচ্ছে টিসিবির পণ্য। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পণ্য বিতরণ শেষ হবে।
তিনি বলেন, পণ্য সরবরাহ নিশ্চিত করতে নতুন করে প্রস্তুত হচ্ছে টিসিবি। পণ্য বিক্রির এ কার্যক্রমে একজন ভোক্তা চিনি ৬০ টাকা দরে ১ কেজি, মসুর ডাল ৭০ টাকা দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার করে কিনতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উত্তরায় টিসিবির জন্য ৭ হাজর ৫০০ স্কয়ার ফুডের নতুন গোডাউ উদ্বোধন করেন মন্ত্রী।