উরফি পেলেন প্রেমপত্র
কখনও অন্তর্বাসে, কখনও কিছু না পরে রাস্তায় বেরোন উরফি জাভেদ। শুধু রাস্তায় বেরোন তা-ই নয়, ভরা অনুষ্ঠানেও চলে যান উন্মুক্ত শরীরে। যে যাই বলুক, নিন্দার বান বয়ে যাক, কিছুরই পরোয়া নেই উরফির। তবে সম্প্রতি উরফি তার এ ধরণের পোশাকের জন্য ক্ষমা চেয়েছেন। আগামী দিনে মার্জিত পোশাক পরবেন বলে জানিয়েছেন। রোববার উরফি প্রকাশ্যে আনলেন নিজের চালিকাশক্তি, ভালোবাসার কথা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। একগুচ্ছ সাদা গোলাপ কাচের ফুলদানিতে। তার সামনে চিরকুট মেলে ধরেছেন উরফি। তাতে ছাপার অক্ষরে লেখা, ‘‘প্রিয় উরফি, আমি যা করি সব তোমারই জন্য। যে ভালোবাসা রয়েছে আমাদের মধ্যে, তা বিরল। সারা জীবন তোমার সঙ্গে এ ভাবেই থাকার প্রতিশ্রুতি দিলাম। তোমাকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না। তোমায় ভালোবাসি।’ নীল নেলপালিশ পরা হাতে উরফির ধরে থাকা সেই প্রেমপত্র নিমেষে ভাইরাল। কে উরফিকে লিখেছেন সেটি? দেখা যায়, আর কেউ নয়, উরফি নিজেই। চিঠির নীচে জ্বলজ্বল করছে উরফিরই নাম। অর্থাৎ, উরফি নিজেই নিজেকে প্রেমপত্র লিখেছেন। নিজেকে ভলোবাসার মন্ত্র দিচ্ছেন তিনি এই ছবিতে। সেই পোস্ট দেখে ভালোবাসা জানালেন অনুরাগীরা। সকলেই বললেন, ‘এই জন্যই উরফি অনুপ্রেরণা।’ উরফি মানেই ছকভাঙা কাজ। এ বার পোশাক কিংবা বিস্ফোরক মন্তব্যে নয়, নতুন ভঙ্গিতে সেই ছক ভেঙে দেখালেন প্রাক্তন ‘বিগ বস্’ প্রতিযোগী। কিছু দিন আগেই এক ফ্যাশন উৎসবে তার পাঁজরের সাজ ভাইরাল হয়েছিল।