এক ফ্রেমে সালমন-ঐশ্বরিয়া!
একজন বিয়ে করে স্বামী, সন্তানের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন। আর একজন ৫৭ বছর বয়সেও দেশের অন্যতম ব্যাচেলার নায়ক। তবে তাদের পুরনো লাভস্টোরি আজও অনুগামীদের কাছে এক্কেবারে টাটকা। ঐশ্বরিয়া রায় বচ্চন আর সালমন খান। এই দুই তারকাকে আজও এক ফ্রেমে দেখতে চান অনুরাগীরা। সেই ইচ্ছে কিঞ্চিত হলেও পূরণ হল। ঘটনাচক্রেই এক ফ্রেমে বাঁধা পড়লেন দুই প্রাক্তন।
বিরল এ ঘটনা ঘটেছে নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে। বলিউডের হেন কোনও প্রথমসারির তারকা নেই, যিনি এ পার্টিতে নিমন্ত্রিত ছিলেন না। শাহরুখ-সলমনদের পাশাপাশি হলিউডের তারকারাও সেজেগুজে হাজির হয়েছিলেন। পার্টির ভিতরের একটি ছবিতে ‘স্পাইডারম্যান’ খ্যাত টম হল্যান্ড ও জেন্ডায়ার সঙ্গে শাহরুখ খান, সালমন খান এবং নীতা আম্বানি। আর এ ছবিতেই নেটিজেনরা খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চনকে।
মেয়ে আরাধ্যাকে নিয়ে আম্বানিদের পার্টিতে যান ঐশ্বরিয়া। শাহরুখ-সালমনরা যখন ছবি তুলছিলেন, অজান্তেই ফ্রেমে চলে আসেন তিনি। ছবিতে শুধু আরাধ্যার হাসিমুখ ও তার পাশে দাঁড়িয়ে থাকা ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে। অভিনেত্রীর বুঝতেই পারেননি কখন তিনি প্রাক্তন প্রেমিকের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়ে গিয়েছেন। তবে দুই তারকার ফ্যানেরা ছবি দেখে উচ্ছ্বসিত। তাদের মতে, এত বছর বাদে এটুকুই বা কম কীসে!
‘হাম দিল দে চুকে সনম’-এ সালমন-ঐশ্বরিয়ার রসায়ন এখনও সিনেপ্রেমীদের নস্ট্যালজিক করে তোলে। সেই ছবির আগে থেকেই নাকি প্রেম ছিল দু’জনের। তবে কেন দু’জনের ব্রেক-আপ হয়েছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কখনও শোনা গিয়েছিল, সালমনের আচরণ আর পছন্দ হচ্ছিল না প্রাক্তন বিশ্ব সুন্দরীর। প্রতিটি কাজে অ্যাশের উপর সলমনের অতিরিক্ত নিয়ন্ত্রণে নাকি অতীষ্ঠ হয়ে উঠেছিলেন নায়িকা।
আবার শোনা যায়, প্রেমকাহিনিতে তৃতীয় ব্যক্তি হিসেবে বিবেক ওবরয়ের প্রবেশই ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ যাই হোক, আজও সালমন-ঐশ্বরিয়া একে অন্যকে এড়িয়ে চলতেই পছন্দ করেন।