আর্কাইভ থেকে ফুটবল

আবারও জোড়া গোলে রোনালদোর রঙ্গিন রাত

কে বলবে রোনালদোর বয়স হয়ে গেছে। সর্বশেষ তিন ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স দেখে যে কারও মনে হতে পারে যেন বয়সটা কোথাও এসে আটকে আছে। এ নিয়ে টানা তিন ম্যাচে রোনালদো গোল করলেন জোড়ায় জোড়ায়।

দেশের হয়ে পর্তুগালের জার্সিতে ইউরো বাছাইয়ে থেকে শুরু, সেখান থেকেই যেন আল নাসরের চলছে অপ্রতিরোধ্য রোনালদোর দাপট। আল আদাহর বিপক্ষে আল নাসরের ৫-০ গোলের জয়ে রোনালদো গোল করেছেন দুটি।

সব মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে রোনালদো করলেন ৬ গোল। লিখটেস্টাইনের বিপক্ষে জোড়া গোলের পর, লুক্সেবার্গের বিপক্ষেও তিনি করেন জোড়া গোল।

আদাহর মাঠে নাসরের হয়ে ম্যাচের শুরটা করেছেন রোনালদোই। তবে ম্যাচের চতুর্থ মিনিটে ব্যর্থ হয় রোনালদোর প্রচেষ্টাটি। ২৪ মিনিটে ফের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। কিন্তু এবারও দলকে উদ্‌যাপনের উপলক্ষ্য এনে দিতে পারেননি সিআরসেভেন।

৪০ মিনিটে ডি-বক্সের ভেতর আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিকে রোনালদোর শটে সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি আদাহ গোলরক্ষক। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা।

বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল আল নাসর। আক্রমণের ধারায় ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রুডি গার্সিয়ার দল। এবার দলটিকে এগিয়ে দেন তালিসকা। ৬৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের জোড়া গোল আদায় করেন পর্তুগিজ যুবরাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন