আর্কাইভ থেকে ক্রিকেট

১০২ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে এক মাত্র টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংস শেষে ১০২ রানে এগিয়ে আছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৫ উকেট হারিয়ে ৩১৬ রান। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১২৪ রানে আর মেহেদী হাসান মিরাজ করেছেন ১৮ রান।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুটা ভালো যায়নি বাংলাদেশে। ৩৪ রানে ২ উইকেট নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে মুশফিকুর রহিম ও মমিনুল হক। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ হতেই বিদায় নেন মমিনুল হক।

এরপর সাকিব-মুশফিক মিলে ১৫৯ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে যায় বাংলাদেশ। ৮৭ রান করে সাকিব আউট হয়ে গেলেও নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। এছাড়াও লিটন দাশ ৪১ বলে ৪৩ করে আউট হয়ে যান।

এর আগে, মঙ্গলবার প্রথম দিনে টস জিতে ব্যাটিং করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

এ সম্পর্কিত আরও পড়ুন