আর্কাইভ থেকে ফুটবল

ফিফার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আর্জেন্টিনা

স্বর্ণযুগ চলছে আর্জেন্টিনা ফুটবলে। সর্বশেষ কোপা আমেরিকার আসর থেকে কাতার বিশ্বকাপ দিয়ে দেশটি অনন্য কীর্তি গড়ার ষোলকলা পূর্ণ করেছে। কাতারে ফুটবল বিশ্বকাপ জয়ের পরেও ফিফা ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা করে নিতে পারেনি আর্জেন্টিনা। শীর্ষস্থান ধরে রেখেছিল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।

এবার ফিফার সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন লিওনেল মেসিরা। আর্জেন্তিনার পয়েন্ট এখন ১৮৪০.৯৩। সেখানে ব্রাজিলের পয়েন্ট ১৮৩৪.২১।

এবার তারা নেমেছিল অনুর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচে। সেখানে তারা পেরুকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে আলবিলেসেলেস্তারা মুখোমুখি হয় পেরুর। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখানো আকাশি-সাদা জার্সিধারীরা প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি।

চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে হারিয়েছিল ৪-২ গোলে। এরপর তারা দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে পরাজিত করে। জুনিয়র আর্জেন্টাইনদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন