আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিড়ো পয়েন্ট এলাকায় প্রাইভেটকার ও সিএনজি'র মুখোমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত নাসির উদ্দিন কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নিহতরা হলেন, নির্মান শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে (৩২)। 

সোমবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৭টায় এ ঘটনাটি ঘটে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী, সোমবার  সকাল পৌনে ৭টার দিকে দপদপিয়ার জিড়ো পয়েন্ট এলাকায় সিএনজি-প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  

এতে  আহত ৪ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে  নির্মান শ্রমিক নাসির বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়। 

পড়ে গুরুত্বর অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে (৩২) ঢাকা নেয়ার পথে তাদের মৃত্যু হয়। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন