আর্কাইভ থেকে দুর্ঘটনা

উত্তরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজধানীর উত্তরা কোটবাড়ি রেলক্রসিং এলাকায়  ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
 
রোববার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি।।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন জানান, কমলাপুরগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার পরনে ছিল হালকা সবুজ রঙের ফুল শার্ট ও নীল রঙের ফুল প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন