পুচকে আজমপুরের কাছে হোঁচট খেল বসুন্ধরা
প্রিমিয়ার লিগে যেখানে বসুন্ধরা কিংসের জয় থামাতে পারছিল না কোনো দল, তাদেরই কিনা শেষ পর্যন্ত পুচকে আজমপুর এফসি উত্তরা কাছে পয়েন্ট ভাগাভাগি করতে হলো।
পুরো লিগে ৩ পয়েন্ট পাওয়া আজমপুর আজকের ম্যাচের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগে পেয়েছিল মাত্র ২ পয়েন্ট। ৩–৩ ড্র করেছিল শেখ জামাল ধানমন্ডির সঙ্গে, চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছিল ১–১ গোলে। প্রথম লেগে বসুন্ধরা কিংসের কাছেও হেরেছিল ৩-০ গোলের ব্যবধানে।
৪০ দিনের বিরতি পর আজ শুক্রবার থেকে শুরু হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। বরাবরের মতো জয় নিয়েই মাঠ ছাড়তে চেয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে থাকা বসুন্ধরা কিংসকে হতভম্ব করে দিয়ে গোল শোধ করে দেয় আজমপুর।
লিগে এ ম্যাচেই প্রথম পয়েন্ট হারাল লিগ চ্যাম্পিয়নরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরার হৃদয় ভাঙেন আজমপুর এফসি উত্তরার ফরোয়ার্ড সাকিব ব্যাপারী। পেনাল্টি থেকে বসুন্ধরার একমাত্র গোলটি করেছেন রবসন রবিনিও।