আর্কাইভ থেকে দুর্ঘটনা

চট্টগ্রামে পাহাড় ধসে একজনের মৃত্যু, আহত তিন

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় মাটি কাটার সময় পাহাড় ধসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলের পৌঁনে ছয়টার দিকে বেলতলী ঘোনা এলাকার এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি বলেন, এখনো কয়েকজন আটকে পড়ে আছে। এরই মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বলেন, মোট ১২ জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন। এদের মধ্যে অসুস্থ অনুভব করায় দুজন চলে বাসায় যান। এরমধ্যে বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত পাহাড় ধসে শ্রমিকদের পাঁচজন আংশিক চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন