আর্কাইভ থেকে ক্রিকেট

টস জিতে বোলিংয়ে দিল্লি, একাদশে নেই মোস্তাফিজ

টস জিতে বোলিংয়ে দিল্লি, একাদশে নেই মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। আজও জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের।

একাদশে চারটি পরিবর্তন এনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বিয়ে করার জন্য অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ দেশে ফিরে গেছেন। তার জায়গা নিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার রভম্যান পাওয়েল। এছাড়া, একাদশে জায়গা মিলেছে মনিশ পান্ডে, ললিত যাদব ও খলিল আহমেদের। বাদ পড়েছেন পৃথ্বী শ, সরফরাজ খান ও আমান খান।

টুর্নামেন্টের এবারের আসরে এখনও জয়ের দেখা পায়নি দিল্লি। লখনউয়ের বিপক্ষে ৫০ রানে ও গুজরাটের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল দলটি।

দিল্লি ক্যাপিটালস একাদশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মনিশ পান্ডে, রাইলি রুশো, রভম্যান পাওয়েল, আক্সার প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, আইনরিক নরকিয়া, মুকেশ কুমার, খলিল আহমেদ।

এ সম্পর্কিত আরও পড়ুন