এবার রমজানে মানুষের মাঝে নেই কোনো হাহাকার : টিপু মুনশি
প্রতি মাসে ৭শ’-৮শ’ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করায় এবার রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (৯ এপ্রিল) রংপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি যেখানে শতকরা ৯ ভাগ, সেখানে বিএনপি’র দরদের দেশ পাকিস্তানের মূল্যস্ফীতি ৩৫ ভাগ।
বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বিএনপিকে সরকারের সমালোচনা করতে বলেন বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি বলেন, মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে।