দ্বিতীয় ধাপে ৮শ’৪৬টি ইউনিয়নে ভোট বৃহস্পতিবার
দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৮শ’ ৪৬টি ইউনিয়নে ভোট নেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। আজ( ১০ নভেম্বর) বুধবার কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
ইতোমধে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল এবং সব ধরণের প্রচার-প্রচারণা নিষিদ্ধ করেছে কমিশন।
এসব ইউনিয়ন পরিষদ নিরবাচনী অঞ্চলগুলোতে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৮১ জন নির্বাচিত হয়েছেন।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। দেশে ইউনিয়ন পরিষদ চার হাজার ৫শ’৭১টি। এর মধ্যে প্রায় চার হাজার ইউপিতে ভোট হবে। জটিলতার কারণে বেশকিছু ইউনিয়নে নির্বাচন স্থগিত আছে।