আর্কাইভ থেকে ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা

মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

সিরিজের ওয়ানডে স্কোয়াডে চোটের কারণে নেই তাসকিন আহমেদ। তার বদলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছে বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়াও এবার নেই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ডাক পেয়েছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

হোম সিরিজে ১৪ জনের দল ঘোষণা করা হলেও আওয়ে সিরিজে ঘোষণা করা হয়েছে ১৫ জনের।

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন