নির্বাচনে অংশ নেয়া দলগুলোর নিজস্ব ব্যাপার: তথ্যমন্ত্রী
যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা না করার অধিকার আছে। বিএনপি সিটি নির্বাচনে অংশ না নেয়ার কথা বলছে। সিটি করপোরেশনসহ সব নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করুক চাই। তবে নির্বাচনে অংশ নেয়া দলগুলোর নিজস্ব ব্যাপার। বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য ভালো হবে না।
হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে সব সময় নির্বাচনে অংশ নেয়া নিয়ে দোদুল্যমান অবস্থা থাকে। যেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আন্দোলনের অংশ হিসেবেও তারা নির্বাচনে অংশ নিতে পারে। জনপ্রিয়তা যাচাই করতে পারে, কেমন নির্বাচন হয় সেটা যাচাই করতে পারে। নির্বাচনে অংশ নেয়া তাদের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গলজনক।
তিনি আরও বলেন, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ হয়নি। তাদের নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতা। বিএনপির আসন্ন সিটি নির্বাচনসহ সব নির্বাচনে অংশ নেয়া উচিত।
আওয়ামী লীগের এ নেতা বলেন, এবার সরকারের তৎপরতার কারণে রমজানে মুরগিসহ বেশকিছু পণ্যের দাম কমেছে। ভোক্তা অধিকারের কার্যক্রমকে আরও শক্তিশালী করলে ও ব্যবসায়ী সংগঠনগুলো সহায়তা করলে দাম সহনীয় রাখা যায়।