আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলের কাছে পাত্তাই পেল না জার্মানি

ব্রাজিলের কাছে সব থেকে বড় অভিশাপের নাম জার্মানি। ২০১৪ সালের বিশ্বকাপের সেই ইতিহাস আজও দাগ কেটে থাকার কথা সেলেসাওদের মনে। তাই জার্মানির বিপক্ষে ম্যাচ মানেই ব্রাজিলের জন্য প্রতিশোধ শব্দটা জুড়ে দেওয়া যায়। সেই প্রতিশোধটা নিল ব্রাজিল। আন্তর্জাতিক নারী ফুটবল প্রীতি ম্যাচে জার্মানিকে ২-১ গোলে পরাজিত করেছে নেইমারের দেশের মেয়েরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে জার্মানির ম্যাক্স মরলোক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ব্রাজিলের হয়ে গোল দুটি করেছেন তামিরেস কাসিয়া ডিয়াস দে ব্রিট্টো এবং অ্যারি বোর্জেস।

ম্যাচের ১১ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন ব্রিট্টো। গাভি নুনেসের পাস থেকে গোল করেন তিনি। এরপর ম্যাচের ৩৮তম মিনিটে লিড দ্বিগুণ করে ব্রাজিলের মেয়েরা। ক্যারোলিনের পাস থেকে এবার গোল আদায় করেন অ্যারি বোর্জেস।

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন জুলি ব্র্যান্ড।

এর আগে জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সবশেষ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল ব্রাজিল। প্রথমবারের মতো আয়োজিত নারী ‘ফিনালিসিমায়’ ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন