আর্কাইভ থেকে দেশজুড়ে

পরকীয়ার জেরে পরিবহন নেতা খুন, ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় পরকীয়া প্রেমের জের ধরে পরিবহন নেতা রেজাউল করিম রাজা মিয়াকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নিহতের স্ত্রী মোসা. আলো আক্তার, দক্ষিণ সতানন্দি শীলবাড়ী গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল ও চান্দিনা উপজেলার বশিকপুর দক্ষিণ গ্রামের আ. সামাদের ছেলে মো. রাসেদ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ জুন রাতে নিজ বাড়ির উঠানে ছুরিকাঘাতে খুন হন রেজাউল। পরে এ ঘটনায় নিহতের বড় ভাই খাজা মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে দাউদকান্দি থানা পুলিশ মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ৩ ডিসেম্বর নিহতের স্ত্রী মোসা. আলো আক্তারসহ তিনজনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে বুধবার দুপুরে এ রায় দেন আদালত। তবে আসামি রাসেদ আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি মোসা. আলো আক্তার ও তাপস চন্দ্র শীল পলাতক রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন