ফতুল্লায় বাসার গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ২, দগ্ধ ৭
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব শিয়াচর এলাকায় ভবনের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় নারী-শিশুসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত মায়া রাণী পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই এলাকার পাঁচ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক ফিরোজ আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১২ নভেম্বর) ভোরে আহতদের মধ্যে ৬ জনকে নারায়ণগঞ্জের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নিহত নারীর মরদেহ এখনও ওই ভবনেই আছে।
মইনুল