অবৈধ ইটভাটা ভাঙে দিলো পরিবেশ অধিদপ্তর
পরিবেশ দূষণের দায়ে ৩টি অবৈধ ইটভাটা ভাঙাসহ যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের জন্য ১১টি গাড়ি থেকে অর্থ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১২ এপ্রিল) ঢাকা ও বরিশালের বানারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে ৫ লাখের বেশি টাকা জরিমানা আদায় করেছে সংস্থাটি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মোহছীনা আক্তার বানুর নেতৃত্বে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের জন্য ১১টি গাড়ি থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃত্বে বরিশালের বানারীপাড়ায় অবৈধ ৫টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইটভাটা ভেঙে ফেলা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে বায়ুদূষণ বিরোধী দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।