আর্কাইভ থেকে বলিউড

শুটিংয়ে আহতের গুঞ্জন নিয়ে যা বললেন সঞ্জয় দত্ত

বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত গুঞ্জন উঠেছে শুটিংয়ে আহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছে, বেঙ্গালুরুতে কন্নড় সিনেমা ‘কেডি’র সেটে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিনি। বুধবার ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। খবরে বলা হয়, বোমা বিস্ফোরণে সঞ্জয়ের হাতে, কনুইয়ে ও মুখে আঘাত লেগেছে। তবে বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেতা নিজেই।

বুধবার (১২ এপ্রিল)  রাত সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘খবর রটেছে আমি আহত হয়েছি, আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি খুব ভালো এবং সুস্থ আছি। আমি কেডি সিনেমায় শুটিং করছি এবং টিমের সবাই আমার প্রতি খুবই যত্নশীল। সবাইকে ধন্যবাদ।’

‘কেডি’ সিনেমার মাধ্যমে সর্বভারতীয় সিনেমার জগতে পা রাখছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে এ সিনেমা।

এর আগে দক্ষিণী সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার-১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার-২’-এ কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় সিনেমা ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যাবে সঞ্জয় দত্তকে।

‘কেডি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। প্রায় চার দশক ধরে বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

 

এ সম্পর্কিত আরও পড়ুন