ভাশুরের নির্বাচনে সঙ্গী হলেন মাহি
সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চাইলেও মনোনয়ন না পেয়েও থেমে যাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার তিনি ব্যস্ত হয়ে উঠছেন ভাশুরের নির্বাচন ঘিরে।
মাহির স্বামী রকিব সরকারের বড় ভাই কামরুল আহসান সরকার রাসেল এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য ফরম জমা দিয়েছেন।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার নৌকা প্রতীক পেতে শনিবার (১৩ এপ্রিল) আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এসময় তার সঙ্গে ভ্রাতৃবধূ মাহিও ছিলেন।
গাজীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে রাসেলকে। এই সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সাবেক পৌর চেয়ারম্যান প্রবীণ নেতা আজমতউল্লাহ খানের পাশাপাশি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতিও মেয়র প্রার্থী হতে চাইছেন।
তবে মাহি আশাবাদী, তার ভাসুর রাসেল সরকারই মনোয়ন পাবেন।
‘ভাইয়ার’ সঙ্গে মনোনয়ন ফরম জমা দিয়ে তিনি ফেইসবুকে লিখেছেন- 'জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।'
সদ্য মা হওয়া মাহি সম্প্রতি আলোচনায় আসেন পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে। তার স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য রকিবও একই মামলার আসামি।