আর্কাইভ থেকে দেশজুড়ে

বড় ভাইকে হত্যা মামলায় প্রবাসী ছোট ভাই গ্রেপ্তার

টাকা-পয়সার হিসাব নিয়ে কলহের জেরে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি ছোট ভাই মো. রোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোররাতে রাজধানী ঢাকা মহানগরের শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. রোমান (২৪) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপের ফকিরপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজহারে জানা যায়, শাহজাহান ফকিরের তিন ছেলের মধ্যে সবার বড় ২৬ বছর বয়সী আবু রায়হান, ২৪ বছর বয়সী মেঝো রোমান মিয়া ও ২২ বছর বয়সী ছোট জামাল মিয়া। দীর্ঘদিন লেবাননে কাজ করার পর বছরখানেক আগে রোমান মিয়া বাড়ি ফিরে আসেন। প্রবাসে থাকা অবস্থায় উর্পাজিত সব অর্থ বড় ভাইয়ের কাছে পাঠাতেন তিনি। বাড়ি ফেরার পর টাকা-পয়সার হিসাব নিয়ে বড় ভাই আবু রায়হানের সঙ্গে ঝগড়া হতো তার। সেই ঝগড়ার জেরে গত ৯ এপ্রিল মধ্যরাতে রোমান তার বড় ভাইকে ধারাল ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।

রায়হানকে রক্তাক্ত অবস্থায় দেখে আরেক ভাই জামাল চিৎকার করলে আশপাশের লোকজন এসে রায়হানকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত বলে জানান।

ওই ঘটনায় শাহজাহান ফকির বাদী হয়ে রোমানসহ আরও কয়েকজনকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে রোমান। দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন