আর্কাইভ থেকে ক্রিকেট

আমাদের এখন বড় কোনো ট্রফি জয়ের মোক্ষম সময়: মাশরাফি

বাংলাদেশ এখন অভিজ্ঞতার বিচারে অন্য যেকোনো দলের থেকে এগিয়ে আছে। যদিও এখনও বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তাইতো টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বলছেন, বাংলাদেশ দলের এখনই বড় কোনো ট্রফি জয়ের উপযুক্ত সময়। এমনকি জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের করা ২০২৩ সালের ভবিষ্যদ্বাণী সঙ্গেও সহমত পোষণ করেছেন ম্যাশ।

তাঁর মতে, দলের অভিজ্ঞতার কারণেই বাংলাদেশ এখন এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় ট্রফি জয়ের সম্ভাবনায় এগিয়ে আছে।

টাইগারদের সাবেক এই কাপ্তান বলেন, দলের সেরা খেলোয়াড় (সাকিব) যদি বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমার যেটা মনে হয়, সাকিব এই কথা বলেছে। কারণ, সারা বিশ্বে এত অভিজ্ঞ দল আর নেই। অস্ট্রেলিয়াও বাংলাদেশের মতো এত অভিজ্ঞ না। এখন আমাদের একটা টুর্নামেন্ট জেতার সময়। এটা এশিয়া কাপ হতে পারে, বিশ্বকাপ হতে পারে। এখনই জেতার সময়।

অন্য দলের সঙ্গে বাংলাদেশের পার্থক্যের বিষয়টিও মাথায় আনলেন মাশরাফি। জানালেন, সবচেয়ে তরুণ খেলোয়াড় ধরুন, শান্ত একজন। সে-ও ৪ থেকে ৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আপনি এর চেয়ে অভিজ্ঞ দল তো পাবেন না। অন্য দলে হয়তো ২ বছরের অভিজ্ঞতা নিয়ে খেলছে ৬ থেকে ৭ জন। সাকিবের কথাকে আমি সমর্থন করি। এ বছর আমাদের জন্য বিরাট একটা বছর হতে পারে, যদি সবাই সুস্থ থাকে আর ফর্মে থাকে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন