হাঁটুর বয়সি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সালমান!
দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে এখন ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের নীচের জমি শক্ত করছেন। ইদানীং তিনি বেশ চর্চায় রয়েছেন তাঁর প্রেম জীবন নিয়ে। তিনি নাকি মায়ানগরীর ‘চিরকুমার’ সালমান খানের সঙ্গে প্রেম করছেন। এ বিষয় নিয়ে এত দিন মুখ বন্ধ রাখলেও এ বার মুখ খুললেন পূজা।
ইদে মুক্তি পাবে সালআআনের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতে সালমানের নায়িকা হয়েছেন পূজা। দু’জনকে প্রায়ই মুম্বাইতে একসঙ্গে দেখা যায়। প্রথমে সবাই ভেবেছিলেন, পেশাদার জীবনের অংশ হিসেবেই দু’জনের এই একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়া। কিন্তু পূজার ভাই ঋষভের বিয়েতে অতিথি হিসেবে সালমান উপস্থিত হয়েছিলেন। সেই ছবি নেটদুয়ায় ছড়িয়ে পড়তেই টনক নড়ে অনেকের। বলা হতে থাকে, দু’জনে নিশ্চয়ই প্রেম করছেন। কারণ কাছের মানুষ না হলে সালমান সচরাচার কোনও পারিবারিক অনুষ্ঠানে পা রাখেন না। কিন্তু পূজার আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছিলেন।
সম্প্রতি পূজাকে সালমান প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। অভিনেত্রী কিছু ক্ষণ চুপ থেকে বলেন, ‘‘আমার ব্যাপারে আমি খবর শুনতেই থাকি। কিন্তু কী বলব বুঝতে পারছি না।’’
তিনি আরও বলেন, ‘‘আমি সিঙ্গল। আর সিঙ্গল হিসেবে ভাল আছি। এই মুহূর্তে আমি নিজের কেরিয়ারের উপর মনোযোগ দিয়েছি। কাজের জন্য এখন এক শহর থেকে অন্য শহরে আমার যাতায়াত বেড়েছে। আমি বসে থেকে কোনটা সত্যি আর কোনটা গুজব তার উত্তর দিতে পারব না!’’
নিজেকে ‘সিঙ্গল’ বললেও পূজা এবং সালমানের সম্পর্কের উপরে যে অনেকেরই নজর থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। অন্য দিকে, চলতি বছরে সালমান বেশ ব্যস্ত থাকবেন। প্রায় চার বছর পর ইদে তার ছবি মুক্তি পাচ্ছে। ‘টাইগার ৩’-এর শুটিংও শেষ করবেন তিনি। এ ছাড়াও শোনা যাচ্ছে, ‘কিক’ ছবি সিক্যুয়েল করতেও রাজি হয়েছেন তিনি।