জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
ক্যাসিনোকাণ্ডে আলোচিত জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার (১১ মে) দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। বিচারক বদলি হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসাইন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ জিকে শামীম আদালতে হাজির হলেও তার মা পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।