ছেলের অভিষেকে শচীনের আবেগঘন বার্তা
বাবার পর ছেলের আইপিএল খেলার ঘটনা এর আগে ঘটেনি। তাও আবার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের আইপিএল অভিষেকের মধ্য দিয়ে নতুন একটি ইতিহাস সৃষ্টি হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেকের ক্যাপ পান অর্জুন। যে দলে খেলেছেন স্বয়ং শচীনও। কিন্তু বাবা শচীন টেন্ডুলকারের মতো ব্যাটার নন অর্জুন। বাঁহাতি পেসার, ব্যাটিংটাও মোটামুটি ভালো পারেন।
যদিও অনেকেই মনে করতে পারেন, শচীনের ছেলে বলেই সুযোগ পেয়েছেন অর্জুন। কিন্তু মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে ২০২১ সালে অর্জুনকে দলে নেওয়ার পরই বলেছেন, নিজের স্কিলের জন্যই তাকে কিনেছে মুম্বাই।
ছেলের অভিষেকে দারুণ উচ্ছ্বসিত বাবা শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের আইপিএলে অভিষেক উদ্যাপন করেছেন তিনি। তবে এই উদ্যাপনের মধ্যেও ছিলেন সতর্ক। বাবার কর্তব্যটা পালন করেছেন।
ছেলেকে দিয়েছেন পরামর্শ, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে তোমার পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি, তুমি সামনের দিনগুলোতে খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেবে। ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল!’