আর্কাইভ থেকে এশিয়া

বেইজিংয়ের হাসপাতালে আগুন, নিহত ২১

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২১ জনের মৃত্যু হয়েছে। ৫০জনেরও বেশি রোগীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) বেইজিংয়ের ফেংতাই জেলার বেইজিং চাংফেং হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে।

বুধবার (১৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পরে খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়, তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোয় দেখা যায়, আগুনের পরপর হাসপাতালে থাকা লোকেরা আগুন থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন। একই সময় হাসপাতালের বেশ কয়েকটি জানালা দিয়ে ধোঁয়াও বের হতে দেখা যায়। পাশাপাশি একজনকে বিছানার চাদর ব্যবহার করে জানালা বেয়ে নিচের বারান্দায় নামতেও দেখা গেছে ভিডিওতে।

বেইজিংয়ে সবশেষ ২০১৭ সালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল। ওই সময় রাজধানীর দক্ষিণ শহরতলির ড্যাক্সিং জেলায় একটি সঙ্কুচিত দ্বিতল ভবনে লাগা ভয়াবহ ওই আগুনে ১৯ জনের প্রাণহানি হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন