আর্কাইভ থেকে ক্রিকেট

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান

২০২৫ সালে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান।মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আইসিসি।

ওই বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে পর্দা উঠবে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসরের। এ নিয়ে ২৯ বছর পর প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান।

এর আগে ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেবার তাদের সঙ্গে বৈশ্বিক এ ইভেন্টের আয়োজক ছিল ভারত ও শ্রীলংকা।

আগামী আট  বছরের ক্রিকেট সূচি নির্ধারণে সম্প্রতি বৈঠক করে আইসিসি। সেখানেই বিষয়টি নির্ধারিত হয়।

এ বৈঠকে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের বৈশ্বিক ইভেন্টের আয়োজক দেশ ও সময় নির্ধারণ হয়। তবে এসময়ে আর কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পায়নি পাকিস্তান।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন