আর্কাইভ থেকে বিএনপি

ঈদ করতে ঢাকায় কোকোর স্ত্রী ও দুই কন্যা

লন্ডনে থেকে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি ও দুই নাতনি বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশান এলাকার বাসভবনে প্রবেশ করেন। তারা সবাই খালেদা জিয়ার সঙ্গে ঈদ করবেন। এ ছাড়া শর্মিলা রহমানের মাও ঢাকায় থাকেন। দুই মেয়েকে নিয়ে তার বাসায় যাবেন সিঁথি।

এর আগে, রমজানের প্রথম দিকে শর্মিলা রহমান একা ঢাকায় এসে আবার লন্ডনে ফিরে যান।

প্রসঙ্গত, এক এগারো সরকারের সময় স্বামী আরাফাত রহমান কোকোর সঙ্গে মালয়েশিয়ায় যান শর্মিলা রহমান সিঁথি। ২০১৫ সালে কোকোর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে তিনি লন্ডনে চলে যান। সেখানে কোকোর বড় ভাই তারেক রহমানের তত্ত্বাবধানে অবস্থান করছেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন