সিলেটে জালালাবাদ মার্কেটে আগুন
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় জালালাবাদ হাউস মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জালালাবাদ হাউস মার্কেটের ৩য় তলা থেকে হঠাৎ ধোঁয়া দেখেতে পান নিচতলায় অবস্থানরত ব্যবসায়ী ও মার্কেটে আসা ক্রেতারা। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন অনেকেই। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ভবনটিতে অবস্থানরত ব্যবসায়ী এবং ক্রেতাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, মার্কেটের ভবনটিতে তিনটি ব্যাংক ও প্রায় অর্ধশত দোকান আছে। এছাড়াও বেশ কিছু গুদাম আছে।
ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে।