বিশ্ব পৃথিবী দিবস আজ
প্রতি বছর ২২ এপ্রিল পালন করা হয় বিশ্ব পৃথিবী দিবস। এই বিশেষ দিনটি পালনের একটিই কারণ। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো। প্রতি বছরই জাতিসংঘের তরফে এই দিনটি পালনে নতুন নতুন থিম নির্বাচন করা হয়। এই বছরও তেমনই একটি থিম বেছে নেয়া হয়েছে। তবে দিনটি শুরুর পিছনে রয়েছে এক গল্প। ১৯৭০ সালে ২২ এপ্রিল আমেরিকার উইসকনসিনের সেনেটর গেলর্ড নেলসন এই দিনটি প্রথম পালন করেন। তার আগের বছরেই ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে একটি বিশাল এলাকা জুড়ে তৈল নিষ্কাশন হয়। ফলে ছড়ায় দূষণ। সে ঘটনা দেখেই এমন অনুষ্ঠানের আয়োজন করেন গেলর্ড। প্রথম বিশ্ব পৃথিবী দিবসে ভিড় হয়েছিল অবিশ্বাস্যরকমের। প্রায় ২ কোটি লোক আসেন সেখানে। বর্তমানে ১৯৩টি দেশে পালন করা হয় বিশ্ব পৃথিবী দিবস। এই বছর ২২ এপ্রিলের ভাবনা ‘ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট’। অর্থাৎ পৃথিবীর জন্য বিনিয়োগের সময় এসে গিয়েছে।