আলিয়ার জুতা নিজের হাতে তুলে নিলেন রণবীর
একেই বলে প্রেম, একেই বলে ভালোবাসার মানুষটির প্রতি শ্রদ্ধা ও সম্মান। এমনটাই করলেন রণবীর কাপুর। আলিয়াকে যে কতটা ভালোবাসেন তিনি, তা প্রমাণ দিলেন ছোট্ট একটি কাজে। কী করলেন রণবীর? বৃহস্পতিবার সকালে প্রয়াত হন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। পামেলা চোপড়াকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল গোটা বলিউড। শেষ শ্রদ্ধা জানাতে আদিত্য চোপড়ার বাড়িতে গিয়েছিলেন রণবীর ও আলিয়াও। সেখানেই রণবীর যা করলেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা। আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, পায়ের চটি বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তারা। সেখানেই দেখা গেলো আলিয়া তার পায়ের চটি খুলতেই, আলিয়ার চটি হাতে নিয়ে ঘরের ভেতর রাখলেন রণবীর! নেটিজেনদের মতে, সঙ্গী এরকমই হওয়া উচিত। প্রসঙ্গত, ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। এরইমধ্যে এই শোয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে শুরুতে থাকছেন কে? তা নিয়েই নানা স্পেকুলেশন শোনা যাচ্ছিল। নতুন খবর অনুয়ায়ী, প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও। আর এই গোটা ব্যাপারটায় নাকি রাজি হচ্ছিলেন না রণবীর।