আর্কাইভ থেকে বাংলাদেশ

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া (হাফ ভাড়া) নেয়ার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

এসময় তারা সড়ক অবরোধ করে অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দেন।

শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গলিতে আটকে রাখেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের থেকে বাস শ্রমিকরা হাফ ভাড়া নিচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন