আর্কাইভ থেকে দেশজুড়ে

গরু চোর গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের সাড়াশি অভিযানে ৩টি গরু উদ্ধার করে গরু চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, রোববার(২৩ এপ্রিল) রাতে অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এর নির্দেশে এস আই অলক দাসের নেতৃত্বে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রাম সহ আশে পাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের শুকুর আলীর ছেলে নুরুজ্জামান মিয়া (২২)কে ৩টি গরু সহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত গরুর বাজার মুল্য প্রায় এক লক্ষ পচিশ হাজার টাকা। এ বিষয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি গরু সহ এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন