টানা তিন ম্যাচ গোলহীন রোনালদো, জয়হীন আল নাসর
টানা তিন ম্যাচে আল নাসরের হয়ে গোলহীন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনটি ম্যাচেই জয়হীন আল নাসর। সৌদি প্রো-লিগে দুই ম্যাচের পর আজ কিংস কাপে আল ভেহদার বিপক্ষেও গোলের দেখা পেলেন না রোনালদো।
প্রো-লিগে আল ফায়হার সঙ্গে ড্রয়ের পর আল হিলালের কাছে হারে আল নাসর। এরপর কিংস কাপে সোমবার রাতে ভেহদার কাছে হেরেছে ১-০ গোলে। খেলা শুরুর মাত্র ২৩ মিনিটে এগিয়ে যায় আল ভেহদা। জয়সূচক একমাত্র গোলটা করেন ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমানোর পর এরই মধ্যে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তারপরেও এই মৌসুমটা খালি হাতে শেষ করতে হতে পারে তাঁকে।
আল ভেহদার কাছে ম্যাচে হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা। এছাড়া সৌদি প্রো-লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আল নাসর। সৌদি সুপার কাপ আগেই নিজেদের করে নিয়েছে আল ইত্তিহাদ।