আর্কাইভ থেকে জাতীয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ। এদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা।

চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বলেছেন, ‘আমি জেনে আনন্দিত যে, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং এর জনগণের ও আমার পক্ষ থেকে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা জানাতে চাই।’

রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানিয়ে বলেছেন , বাংলাদেশ ও রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। আমি আশা করি, রাষ্ট্রপতির মেয়াদে আপনার (মোহাম্মদ সাহাবুদ্দিন) কাজ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতাকে আরও জোরদার করবে।’

এছাড়াও জাপানের সম্রাট নারুহিতো, মালোশিয়ার রাজা  সুলতান আব্দুল্লাহ, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি ও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন