আর্কাইভ থেকে ক্রিকেট

অনুশীলন ক্যাম্প করতে সন্ধ্যায় ঢাকা ছাড়বে টাইগাররা

ঈদুল ফিতরের ছুটির পর আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুরু হতে যাচ্ছে ব্যস্ত সূচি। চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। তাঁর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে সিলেটে বিশেষ অনুশীলন ক্যাম্প করবে তামিম ইকবালের দল।

সেই ক্যাম্পে যোগ দিতে আজ বুধবার সন্ধ্যা সাতটায় একই ফ্লাইটে সব ক্রিকেটার ও কোচিং স্টাফরা ঢাকা ছাড়বেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল- এই তিন দিন অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

তবে ঈদের পরের দিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় অনুশীলন ক্যাম্পে থাকছেন না দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকেই ইংল্যান্ডে এসে চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই অলরাউন্ডার।

সিলেটে আবাসিক ক্যাম্প শেষে ৩০ এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। এরপর আগামী ৯, ১২ ও ১৪ মে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। আইরিশদের বিপক্ষে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন