আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চম ধাপের ইউপি’র তফসিল আজ

আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় নির্বাচন কমিশনের ৯০তম সভা অনুষ্ঠিত হবে। সভার এজেন্ডায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়টি রাখা হয়েছে। আজ আরও এক হাজার ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এরইমধ্যে চার ধাপে তিন হাজার ৪৯ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

এর আগে ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছিলেন আগামী কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মূলত ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথমধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮৯ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৭ এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন