আর্কাইভ থেকে দেশজুড়ে

জগন্নাথপুরে  উপ-নির্বাচনে আরোও ৪জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী ইউরোপ জমিয়ত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, উপজেলা আওয়ামী লীগ নেতা, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রাশীদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সালিসি ব্যাক্তিত্ব মো. আতাউর রহমান আলতাব মনোনয়নপত্র দাখিল করেছেন।

গেলো বৃহস্পতিবার (২৭ এপ্রিল)  দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের সহকারী রিটানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমানের নিকট মনোয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভুইয়া, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু সহ আওয়ামী লীগ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জমিয়তের প্রার্থীর মনোনয়ন দেওয়ার সময় সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি, সাবেক সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,  সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, সিলেট মহানগর জমিয়ত নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি, মাওলানা মাসরুর আহমদ ক্বাসেমী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ সুহাইল আহমদ,  সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক এম. আতিকুর রহমান কামালী, হাফিজ সাঈদ আহম, সাবেক মেম্বার আঙ্গুর মিয়া কামালী, মাওলানা ইসলাম উদ্দিন, মতিউর রহমান শাসনানবী, দ্বীনুল হাসান কামালী, তোফায়েল আহমদ কামরান, ইমরান কামালী, ইয়াকুব আহমদ, ফরিদ আহমদ, শফিকুর রহমান কামালী, সৈয়দ রুনেদ আহমদ, হাসান আহমদ, শরিফ হাদি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জাতিয় পার্টির মনোনয়ন দেওয়ার সময় জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আকলিছ আলী, জাপা নেতা আবুল খায়ের সহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত কাল স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ ডিসেম্বর  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের মৃত্যুর পর চেয়ারম্যানের পদটি শুন্য হয়ে পড়ে। মোট ভোটার সংখ্যা ২লাখ ১শ ৪৮, পুরুষ ভোটার ১ লাখ ২ শ ৩১ জন, মহিলা ভোটার ৯৯ হাজার ৯ শ ১৭ জন। নির্বাচনের তফসিল অনুযায়ী ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রার্থীতা প্রত্যাহার, ৯ মে প্রতিক বরাদ্দ এবং ২৫ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন