আর্কাইভ থেকে দেশজুড়ে

রাত ১১টা থেকে ৭ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে কয়েকদিন হলো। ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের কোলাহল।

আজ রাতে রাজধানীর খিলক্ষেত-বিমানবন্দর সড়ক হয়ে যারা উত্তরা-টঙ্গী বা গাজীপুরেরে দিকে যাওয়ার চিন্তা করছেন তারা পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হবে।

গেলো বুধবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিজ্ঞপ্তির মাধ্যমে আজ রাত ১১টা থেকে সাত ঘণ্টা (পরদিন সকাল ৬টা পর্যন্ত) ওই সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য ওই ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইটের সময় অনুযায়ী চলাচল করতে পারবেন বলে বেবিচক সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন