আর্কাইভ থেকে ফুটবল

মেসির বার্সায় ফেরাটা কঠিন: লা লিগা সভাপতি

দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। বছর দুয়েক ধরে পিএসজিতে খেলা মেসি ক্লাবটির সঙ্গে নতুন করে এখনো চুক্তি সম্পন্ন হয়নি। ফলে ২০২৩ সালেই মেসি এবং পিএসজির সম্পর্ক শেষ হয়ে যাবার সম্ভনা রয়েছে।

এদিকে গুঞ্জনই রটেছে মেসি আবারও বার্সায় ফিরবেন নিজের ক্যারিয়ারের ইতি টানতে। তবে মেসির বাবা হোর্হে মেসির ধারণা, তেমন পরিস্থিতি আর নেই।

যদিও বার্সায় ফেরার সম্ভাবনা একদম উড়িয়েও দেননি মেসির বাবা। তিনি জানান, তবে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আসলে আমি জানি না। জীবন যেকোনো দিকে মোড় দিতে পারে।

এদিকে সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় খবর, ১৫টি সুটকেস নিয়ে প্যারিস থেকে স্পেনে এসেছেন মেসি! এমনকি বিভিন্ন দিক থেকে মেসির পুরনো স্মৃতিভূমিতে ফেরার গুঞ্জন। এবার এ নিয়ে মুখ খুলেছেন, লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস। তার দাবি, মেসির বার্সায় ফেরার বিষয়টি এখনও জটিল।

আরএমসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, মেসির বার্সায় ফেরার ব্যাপারে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব, ব্যাপারটা বেশ কঠিন। প্রক্রিয়াটা বেশ জটিল। বার্সা মোটেও পিএসজির মতো কোনো ক্লাব নয়, যেখানে অর্থ কোনো সমস্যা নয়। বার্সার খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতনে খেলানোর সামর্থ্য নেই। বিষয়টি জটিল তাদের জন্য।

লা লিগার সভাপতি আরও বলেন, বার্সেলোনাকে আগে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। মেসিকে জায়গা করে দিতে কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। কারণ, সেটি না হলে বেতনসীমা অতিক্রম করে যাবে। খেলোয়াড়দের বেতন কমাতে হবে। এরপর মেসির বেতন নিয়ে ভাবতে হবে। মেসিকে তো আর যেকোনো অঙ্কের বেতন দেওয়া যাবে না। তার চাহিদা অনুযায়ীই দিতে হবে। মেসির চাহিদা নিশ্চয়ই বেশি হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন