আর্কাইভ থেকে বলিউড

১০০টি উট পণ দিয়ে বিয়ে করতে চেয়েছিলেন যে অভিনেত্রীকে

অভিনেত্রী, নৃত্যশিল্পী হিসাবে পরিচিতি রয়েছেই, তবে মহানায়কের বাড়ির বউমা তিনি। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। হ্যাঁ দেবলীনা কুমারের কথাই বলছিলাম। যদিও গৌরবের স্ত্রী না হয়ে দেবলীনা হতেই পারতেন মিশরের কোনও এক অভিজাত পরিবারের বউমা। না, না ভ্রু কুঁচকানোর কিছু নেই। গৌরবকে বিয়ের আগে দেবলীনা কুমারের কাছে নাকি এমনই প্রস্তাব এসেছিল।

এটা কোনও গল্প কথা নয়, এক্কেবারেই সত্যি কথা। অভিনেত্রী দেবলীনা কুমার নিজেই একথা বলেছেন দিদি নাম্বর ওয়ানের সেটে এসে।

দেবলীনা বলেন, শ্যুটিংয়ের জন্য বাইরে যেতেই হয়। সেই সুবাদেই গিয়েছিলেন মিশরে। যে দেশের প্রতি বহু মানুষেরই আগ্রহ রয়েছে। মিশরীয় পিরামিডের সামনে দাঁড়িয়ে ছবি তোলার আনন্দই আলাদা। সেখানে গিয়েই দেবলীনা পেয়েছিলেন মজার প্রস্তাব। দেবলীনার কথায় সেখান থেকেও যে বিয়ের প্রস্তাব আসতে পারে, তা তার ধারণার বাইরে ছিল। তবে দেবলীনা পেয়েছিলেন, তাও আবার ১০০টি উট পণ দিয়ে দেবলীনাকে বউ হিসাবে ঘরে তুলে চেয়েছিলেন তারা। তবে না দেবলীনা তাতে রাজি হননি, আর গৌরবকে নিজের জীবন থেকে হারাতে চাননি তিনি। গৌরব চট্টোপাধ্য়ায়কে ভালোবেসেই বিয়ে করেন দেবলীনা কুমার।

২০২০-র ডিসেম্বর গৌরব-চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার। কন্যা সম্প্রদান ছাড়াই বৈদিক মন্ত্র উচ্চরণে হয় তাঁদের বিয়ে বিয়ের পর সুখেই সংসার করছেন তারা।

জানা যায়, গৌরব-দেবলীনার সম্পর্কের শুরু গৌরবের দিদির বাড়ির লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে, সেটা ছিল ২০১৭ সাল। সেখানেই একে অপরের প্রেমে পড়ে যান। ওই বছরেই গৌরবের ছোটবোনের বিয়েতে বলিউডের ‘বোলে চুড়িয়া’ গানে একে অপরের সঙ্গে নেচেছিলেন তাঁরা। ব্যস, প্রেম জমে ক্ষীর। সম্পর্ক আরও গভীর হতে থাকে। দেবলীনার কথায়, গৌরব নাকি ভীষণই লাজুক, ভীষণই সাধারণ, ছিমছাম একজন মানুষ।

A post shared by Devlina Kumar (@devlinakumar)

এ সম্পর্কিত আরও পড়ুন