আর্কাইভ থেকে জাতীয়

হাওরে উড়াল সড়ক নির্মাণ করতে যাচ্ছে সরকার

নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য এবার হাওরে উড়াল সড়ক নির্মাণ করতে যাচ্ছে সরকার। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একনেকের সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া মাথাপিছু আয়, মোট জিডিপিসহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার ৫০ বিলিয়ন এবং স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। এ ছাড়া মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

একনেকের বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। 

সভায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উন্নয়নসহ ওই অঞ্চলের সকল উন্নয়ন কাজের সমন্বয় করতে একটি কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সম্পর্কিত আরও পড়ুন