আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬ কারাবন্দি, ৪৭ প্রতিবন্ধী

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ৬ জন কারাবন্দি। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া শিক্ষাবোর্ডের অধীনে বিভিন্ন কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা। একই সঙ্গে এই শিক্ষাবোর্ড থেকে ৪৭ জন প্রতিবন্ধী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বলেন, রোববার সকাল থেকে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর প্রথম আধা ঘণ্টা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ড থেকে ছয়জন কারাবন্দি ও ৪৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় ২ লাখ ৫৮ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ২৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন