আর্কাইভ থেকে ক্রিকেট

ইংল্যান্ডে উড়াল দিল বাংলাদেশের দ্বিতীয় বহর, নেই লিটন

সিলেটে তিন দিনের অনুশীলন ক্যাম্প শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে দুই ভাগে ভাগ হয়ে উড়াল দিয়েছে বাংলাদেশ। রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতে প্রথম ভাগে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন টাইগারদের পাঁচ ক্রিকেটার এবং কোচিং স্টাফরা।

এবার ইংল্যান্ডে গেলেন ক্রিকেটারদের বহরের দ্বিতীয় ভাগ। এই বহরে ছিলেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার-হাসান মাহমুদরা।সোমবার (১ মে) সকাল ১০টা ৪০ মিনিটে বিমানে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে জাতীয় দলের দ্বিতীয় বহর।

আইপিএল ফেলে দেশে ফেরা জাতীয় দলের ওপেনার লিটন দাসকে দ্বিতীয় বহরের সঙ্গেও দেখে যায়নি। জানা গেছে, দলের সঙ্গে যোগ দিতে আগামী ৩ মে ইংল্যান্ড যাবেন তিনি।

এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। জানা গেছে, সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন এই অলরাউন্ডার। এ ছাড়া আইপিএল থেকেই ইংল্যান্ডে যাবেন মোস্তাফিজুর রহমান। তবে এই দুই টাইগার ক্রিকেটার কবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

লন্ডনে পৌঁছে আগামী ৫ মে (শুক্রবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯ মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে শান্ত-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন