আর্কাইভ থেকে ফুটবল

নারী ফ্র্যাঞ্চাইজি লিগের জমকালো আয়োজনে ট্রফি উন্মোচ

ক্রিকেট-হকির পর প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে নারী ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ। তাঁর আগে উম্মোচিত হলো লিগের ট্রফি। জমকালো আয়োজনের মাধ্যমে ট্রফির সঙ্গে লিগের লোগো ও ম্যাচ বলও উন্মোচিত হয়ে গেল।

আজ সোমবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে খেলার সঙ্গে গ্ল্যামার যোগ করে জমকালো এই অনুষ্ঠান হয়েছে, যার আয়োজক লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে- স্পোর্টস ও সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

চারটি দল নিয়ে ‘বাংলাদেশ উইমেন্স সুপার লিগ’ নাম নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ ‘ডব্লিউএসএল’ এ মাসেই মাঠে গড়াবে। যার প্রস্তাবিত সময় ২২ মে থেকে ৫ জুন।

শুধু বাংলাদেশে নয়, এশিয়াতেই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ এই প্রথম। লিগের ট্রফি তৈরি করে আনা হয়েছে ইংল্যান্ড থেকে। যা বাংলাদেশের ফুটবলে মেয়েদের সাফল্য, এ দেশে নারী ফুটবলের জনপ্রিয়তা ইত্যাদি বিবেচনায় নিয়ে বিশেষভাবে নকশা করা হয়েছে। ট্রফিটি ২২ ইঞ্চি লম্বা, ওজন প্রায় ৩ কেজি। এতে সিলভার প্লেটের মধ্যে রয়েছে ১৮ ক্যারেট সোনা।

টুরনামেন্টি খেলা হবে নিভিয়া স্পোর্টসের বল দিয়ে। বলটির নাম দেওয়া হয়েছে ‘অস্ত্র’।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন