আর্কাইভ থেকে ক্রিকেট

পিএসএলে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড পেশোয়ারের

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রানের ফোয়ারা চলছেই। সেই সঙ্গে প্রতিটি ম্যাচেই স্নায়ুযুদ্ধের পরীক্ষা দিতে হচ্ছে দলগুলোকে। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচই হয়েছে রান। 

শুক্রবার রাতে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচটিতেও এর ব্যতিক্রম ছিল না। দুদল মিলে করেছে ৪০০ রান। যা পিএসএলের পঞ্চম সর্বোচ্চ রানের ম্যাচ। রান বন্যার ম্যাচে স্নায়ুযুদ্ধের পরীক্ষায় কোয়েটাকে ৩ উইকেটে হারিয়ে পাশ করেছে পেশোয়ার জালমি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে সরফরাজের ৪০ বলে ৮১ ও আজম খানের ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে কোয়েটা।

জবাবে ব্যাট করতে নেমে হায়দারের ২৯ বলে ৫০, ইমাম উল হক ৩০ বলে ৪১ রানে ভর করে ১৯.৩ ওভারেই ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পেশোয়ার।

তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়াহাব রিয়াজ ও রাদারফোর্ড। ওয়াহাব রিয়াজ ৮ বলে ২০ রান ও রাদারফোর্ড ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এ জয়ে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডেও নাম লিখিয়েছে পেশোয়ার। এটি তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। পিএসএল ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন